জলঢাকা উপজেলা জামায়াত আমিরসহ গ্রেপ্তার ৫

‘নাশকতার জন্য’ গোপন বৈঠক করার অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলা জামায়াতের আমিরসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 03:21 PM
Updated : 5 Dec 2016, 03:21 PM
সোমবার উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে এ অভিযান চালানো হয় বলে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন (৪৫), অর্থ সম্পাদক জামিয়ার রহমান (৫০), উপজেলা সুরা কমিটির সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি কামরুজ্জামান (৪৫), সুরা সদস্য মাওলানা আকবর আলী (৫৫) এবং কাঠালী ইউনিয়ন জামায়াতের আমির রাশেদুজ্জামান (৩৫)।

গ্রেপ্তারদের দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোস্তাফিজার জানান, উপজেলাজুড়ে ‘নাশকতা সৃষ্টির লক্ষ্যে’ কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে ইউনিয়ন জামায়াত নেতা হামিদুল ইসলামের বাড়িতে সকাল সাড়ে ৮টার দিকে গোপন বৈঠক করছিলেন তারা।

গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় বলে জানান তিনি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ আরও কয়েকজন জামায়াত নেতা পালিয়ে যান বলে তিনি জানান।

গ্রেপ্তারদের মধ্যে উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন ও অর্থ সম্পাদক জামিয়ার রহমানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা এবং দৈনিক সংগ্রামের সাংবাদিক কামরুজ্জমানের বিরুদ্ধে বেশকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা   রয়েছে বলে পুলিশ জানিয়েছে।