মেলান্দহের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সরকারি কর্মকর্তা ও দলিল লেখককে মারধরের মামলায় জামালপুরের মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ফারহান জাহেদী সফেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 12:26 PM
Updated : 3 Dec 2016, 12:26 PM

শনিবার বিকালে পৌরসভার চাকদহ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপরজন হলেন পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক।

মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার বিকালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারহান জাহেদী সফেন সশস্ত্র অবস্থায় সাব রেজিস্ট্রার অফিসে ঢুকে চাঁদা দাবি করেন।

চাঁদা না পেয়ে সাব রেজিস্ট্রার নুরে আলম, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ও বর্তমান কমিটির সহ-সভাপতি খলিলুর রহমানকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, এ ঘটনায় মেলান্দহ সাব রেজিস্ট্রার অফিসের সহকারী মহসীন আলী বাদী হয়ে ফারহান জাহেদী সফেনসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত সফেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য। অপর আসামির নাম জানা যায়নি।

জামালপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেলু আকন্দ জানান, মামলার অন্য আসামি গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবিতে রোববার জেলার ছয়টি সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকরা এক ঘণ্টা কলম বিরতি পালন করবেন।

এছাড়া মেলান্দহ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা রোববার থেকে একই দাবিতে অনির্দিষ্টকালের কলম বিরতি শুরু করবেন বলেও তিনি জানান।