রামগঞ্জে শিশুকে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি মাজারের টাকা চুরির অভিযোগ তুলে এক স্কুলছাত্রকে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 07:15 AM
Updated : 3 Dec 2016, 07:15 AM

বুধবার বিকালে এ ঘটনা ঘটলেও কেউ প্রকাশ করেনি। পরে ফেইসবুকে প্রচার হলে বিষয়টি জানা যায়।  

নির্যাতিত মো. শাওন (৮)স্থানীয় বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বিঘা হাটখোলা বাড়ির দিনমজুর সেলিমের ছেলে।

নাম প্রকাশ না করে এলাকার লোকজন জানান, বুধবার বিকাল ৪টার দিকে শাওন কাঞ্চনপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ মিরান (রা.)-এর দরবার শরিফের দান বাক্সের উপর কারও রেখে যাওয়া কিছু টাকা নিয়ে পকেটে রাখার সময় দরগার লোকজন ধরে ফেলে।

এরপর তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে জানান তারা।

এ ব্যাপারে দরবার শরীফ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. হোসেন বলেন, “চুরি করেছে; তাই আমি বেঁধে রেখেছি। আমি কিন্তু মারি নাই। অন্যরা দুয়েকট দিতে পারে।”

রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ছেলেটির ছবি দেখেছি, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”