সুন্দরবনে অভয়ারণ্যে ১৯ জেলে আটক

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে থেকে মাছ ধরার সময় ১৯ জেলেকে আটক করেছে সুন্দরবন বন বিভাগের টহল দলের সদস্যরা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 12:24 PM
Updated : 22 Nov 2016, 12:24 PM

মঙ্গলবার মান্দার বাড়িয়া এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদু আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বনে প্রবেশের রাজম্ব ফাঁকি দিয়ে ওই জেলেরা  মাছ ধরছিল। এ সময় সুন্দরবন টহল সদস্যরা তাদের দেখে আটক করে।

“তাদের কাছ থেকে তিনটি ট্রলার, তিন মণ মাছ, বিপুল পরিমাণ জাল ও রশিসহ প্রায় তিন লাখ টাকার মালামাল জব্দ করা হয়।”

আটককৃত হল বরগুনার ইউনুস হাওলাদার, বাচ্চু মিয়া, সাইদুর ঘোরামী, আলী হোসেন জোয়াদ্দার, সিদ্দিক, জাকারিয়া, সুশান্ত মিস্ত্রী, জলিল ও তার ছেলে হাবিব, জামাল, মোশারফ, পিরোজপুরের খলিলুর রহমান, আবুল কালাম, তার ভাই বেলাল হাওলাদার, বাগেরহাটের  ইলিয়াস শেখ, তার ছেলে খরিদ শেখ, ফিরোজ শেখ, মাসুম শেখ ও তোতা শেখ।

আটককৃতদের পুলিশের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে বলে মাকসুদু জানান।