ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের কারাদণ্ড

বরগুনায় প্রাইভেট পড়তে আসা এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় এক শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 11:01 AM
Updated : 1 Nov 2016, 11:01 AM

মঙ্গলবার বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডিত সালাহ উদ্দিন বরগুনা রেডক্রিসেন্ট বিদ্যা নিকেতনের শিক্ষক এবং সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের বাসিন্দা।

মেয়েটির বরাত দিয়ে বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই স্কুলের পঞ্চম শ্রেণির চার শিক্ষার্থী সালাহ উদ্দিনের কাছে প্রাইভেট পড়তে যায়।  

“তাদের মধ্যে দুইজনের পড়া শেষে চলে যায়। বাকি দুই ছাত্রীর একজন কৌশলে বাইরে পাঠিয়ে আরেক ছাত্রী শ্লীলতাহানি করেন সালেহ।”

পরে ওই ছাত্রীর অভিযোগে সালেহকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি দোষ স্বীকার করেন এবং বিচারক তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি।