টেকনাফে সৌদি নাগরিক ও আরএসও নেতাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে অনুমতি না নিয়ে রোহিঙ্গাদের নগদ টাকা ও ত্রাণ বিতরণের সময় সৌদি নাগরিক ও মিয়ানমারের রোহিঙ্গা ‘জঙ্গি’ সংগঠন আরএসও এর নেতাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 09:38 AM
Updated : 30 July 2016, 10:26 AM

শনিবার বেলা ২ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, ভাইস-চেয়ারম্যান রফিক উদ্দিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন বিজিবি সদস্যদের দায়িত্বপালনে বাধা দেন এবং আটকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি।

আটককৃতরা হলেন, আরএসও এর নেতা ছালামত উল্লাহ (৫০), টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বেয়াই ছৈয়দ করিম ও এক সৌদি নাগরিক।

তবে আটক সৌদি নাগরিকের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে শামলাপুরে বিছিন্নভাবে অবস্থান করা রোহিঙ্গাদের মাঝে বিদেশি নাগরিকসহ কয়েকজন বাংলাদেশি নগদ টাকা ও ত্রাণ বিতরণ করছে এমন খবর পেয়ে বিজিবি অভিযান চালায়।

“অভিযানে এক সৌদি নাগরিক ও রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও এর নেতা ছালামত উল্লাহসহ তিন জনকে আটক করা হয়।”

আটকদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।