পদ্মা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 05:55 AM
Updated : 26 July 2016, 05:55 AM

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া ঘাট কর্মকর্তা ইদ্রিস মিয়া জানান, মঙ্গলবার সকাল ৯টায় গোয়ালন্দের কাছে দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক বিআইডব্লিউটিসির শফিকুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড স্রোতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। যাত্রীবাহী বাসগুলোকে যথাসময়ে পার করার কারণে ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো বাসকে দাঁড়িয়ে থাকতে না হলেও দুই শাতাধিক ট্রাক পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।