শিশুদের জন্য জাফর ইকবালের ওয়েবসাইট

শিশু-কিশোরদের জন্য নতুন ওয়েবসাইটে লিখবেন শিশু সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল।

শাহজালাল বিশ্ববিদ্যালয়বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 08:53 AM
Updated : 23 July 2016, 12:14 PM

http://mzi.rocks/ নামের এই ওয়েবসাইটে শিশু-কিশোরদের জন্য লেখা নতুন নতুন গল্প উপন্যাসের পাশাপাশি তার লেখা আগের বইসমূহের পিডিএফ কপিও পাওয়া যাবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

“এরই মধ্যে মুক্তিযুদ্ধের উপর লেখা আমার বইগুলোর পিডিএফ কপি জুড়ে দেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্য বইগুলোও দিয়ে দেওয়া হবে,” বলেন তিনি।

এছাড়া এই ওয়েবসাইটে শিশু-কিশোররা তাদের প্রিয় এই লেখককে প্রশ্ন করার সুযোগ পাবে বলেও তিনি জানান।

শিশু-কিশোরদের জন্য এই ওয়েবসাইট চালুর বিষয়ে জাফর ইকবাল বলেন,  “তাদের (শিশু কিশোররা) সাথে যখন আমার দেখা হতো তখন অনেকে আমাকে জিজ্ঞেস করতে, স্যার, আপনি কেন এখন আর আমাদের জন্যে লিখেন না? আমি বলতাম, কে বলে লিখি না? আমি অবশ্যই লিখি, ফেব্রুয়ারি বই মেলাতে সেগুলো বই হিসেবে বের হয়!”

“তখন তারা আমাকে বলতো, না, না সেগুলো নয়- কিশোরদের ম্যাগাজিনে আগে যেমন লিখতেন সেরকম!”

জাফর ইকবাল মনে করেন, এখন বাংলাদেশের প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে। শিশু কিশোরদের জন্য সেখানে বিশেষ কিছু নেই, তাই তাদের অনেকে ফেসবুকে সময় নষ্ট করে। 

“ইন্টারনেটে যদি আমি তাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আমার লেখাগুলো পোস্ট করে দিই তাহলে সেগুলো পড়তে পারবে।”

এই ওয়েবসাইটে গল্প, ছবি, প্রশ্ন, উত্তর ও বই নামের আলাদা সেকশন রয়েছে।