আশুলিয়ায় বিকাশকর্মীকে গুলি করে ৪ লাখ টাকা ‘ছিনতাই’

ঢাকার আশুলিয়ায় এক বিকাশকর্মীকে গুলি করে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 12:45 PM
Updated : 28 June 2016, 12:47 PM

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার চারাবাগ রাজু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান।

গুলিবিদ্ধ ছানোয়ার হোসেনকে (৩৬) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে।

দিনেদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় দোকানপাট।

ওসি মোহসিনুল বলেন, “এলাকায় রাজু মার্কেটের সামনে আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা বিকাশকর্মী ছানোয়ারকে গুলি করে পালিয়ে যায়। তবে টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।”

কী কারণে তাকে গুলি করা হল জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখছি।”

তবে ছানোয়ারের সহকারী মো. রাসেল বলেন, টাকা তুলে মোটরসাইকেলে ওঠার সময়ই তিনটি মটরসাইকেলে আসা পাঁচ সন্ত্রাসী ছানোয়ারকে ঘিরে ধরে। তারা তার ডান পায়ে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে যাওয়ার সময় আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ব্যাগে প্রায় ৪ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি।