আফ্রিকায় স্বদেশীর গুলিতে নোয়াখালীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে স্বদেশীর গুলিতে এক বাংলাদেশি খুন হওয়ার খবর পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 09:11 AM
Updated : 23 June 2016, 09:35 AM

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বেলাল হোসেন (৩৩) নিহত হন বলে জানান সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম।

নিহত বেলাল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।

খুনের অভিযোগ আনা হয়েছে একই উপজেলার ভানুয়াই গ্রামের চুক্ষু মিয়ার ছেলে রুবেল হোসেনের বিরুদ্ধে (২৯)।

বেলালের বাবা আবুল কাশেম বলেন, “বেলাল জানিয়েছিল এক বছর আগে রুবেল ব্যবসা করার জন্য তার কাছ থেকে ৪২ হাজার রিংগেট ধার নিয়েছিল।

“কয়েক দিন আগে ওই টাকা ফেরত চাইলে রুবেল তাকে হত্যার হুমিক দেয়। ওই দিন রাতেই সেদেশে থাকা বেলালের এক বন্ধু ফোন করে জানিয়েছে, বেলালের দোকানের সামনে গাড়িতে করে এসে গুলি করে পালিয়ে যায় রুবেল।”

গুরুতর আহত বেলালকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান বাবা আবুল কাশেম।

বাবার অভিযোগ, দেশে থাকার সময় রুবেলের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় কয়েকটি হত্যা মামলা হয়েছে।

ওসি হানিফুল বলেন, রুবেলের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ রয়েছে।

লাশ দেশে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে বেলাল সবার বড় ছিলেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর তিনি আরে দেশে আসেননি। ঈদে তার বাড়ি আসার কথা ছিল বলে জানান বাবা আবুল কাশেম।