ইউপি নির্বাচনে ব্যর্থতায় জুড়াছড়িতে ৪ আ. লীগ নেতা বহিষ্কার

রাঙামাটির জুরাছড়ি উপজেলার চার ইউনিয়নেই দল মনোনীত প্রার্থীদের পরাজয়ের পর চার নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2016, 02:13 PM
Updated : 5 June 2016, 02:13 PM

রোববার রাঙামাটিতে আয়োজিত এক বর্ধিত সভায় তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা।

বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, যুগ্ম-সম্পাদক অনিল কুমার কাব্বারী, কৃষক লীগের সভাপতি কেতন চাকমা ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নন্টু চাকমা।

চারু বিকাশ বলেন, বহিষ্কৃত চার নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে সহযোগিতা ও দলীয় প্রার্থীদের প্রতি অসহযোগিতামূলক আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে জুড়াছড়ি উপজেলার চার ইউনিয়নে ভোটগ্রহণ হয়। চারটিতেই পরাজিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।