শেরপুরে ভুয়া ব্যাংক কর্মকর্তা আটক

শেরপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 12:28 PM
Updated : 26 May 2016, 12:28 PM

আটক ফরহাদ মাহমুদ (৩০) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজানী গ্রামের মৃত ফয়জুল্লার ছেলে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শহরের শহীদ বুলবুল সড়কের যমুনা ব্যাংক থেকে তাকে আটক করা হয় বলে শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান। 

পুলিশ বলছে, ফরহাদ নিজেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি।

যমুনা ব্যাংক শেরপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরহাদ নিজেকে বাংলাদেশের ব্যাংকের যুগ্ম পরিচালক পরিচয় দিয়ে দুদিন ধরে আমাদের ব্যাংকের নানা কাগজপত্র ঘাটাঘাটি ও ব্যাংকের ভেতরের ছবি মোবাইল ফোনে ধারণ করেন।

“এক পর্যায়ে তার বিষয়ে খোঁজ নেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ওই নামে কোনো কর্মকর্তা নেই বলে জানায়।পরে তাকে পুলিশে দেওয়া হয়।”

ওসি নজরুল বলেন, আটক ফরহাদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে এর আগে বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।