রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন করেছে শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 06:11 PM
Updated : 29 April 2016, 06:11 PM

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে প্যারিস রোড পর্যন্ত মোমবাতি জ্বেলে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অন্য বিভিন্ন বিভাগ থেকেও শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মোমবাতি প্রজ্বালনের পর প্রিয় শিক্ষকের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করে তারা।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোহান বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকদের যেখানে নিরাপত্তা নেই, জীবনের নিশ্চয়তা নেই, সেখানে সবার জীবনই অনিশ্চয়তার মুখে।

সমাবেশ থেকে খুনির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসা থেকে প্রায় ৫০ গজ দূরে একটি বাড়ির সামনে রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।