‘সিগন্যাল’ পেলেই ফেইসবুক খুলবে: পলক

আইনশৃঙ্খলা বাহিনীর ‘সিগন্যাল’ পেলেই ফেইসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 01:07 PM
Updated : 29 Nov 2015, 03:10 AM

শনিবার দুপুরে সিলেটের এমসি কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।

মোবাইল অপারেটর রবির ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে প্রযুক্তির ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু।

“সাইবার অপরাধ রোধে ‘ডিজিটাল সিকিউরিটি’ আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা কেবিনেটে পাঠানো হবে।”

এ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ এবং ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার সক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন মন্ত্রী।

ছয় বছরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ লাখ থেকে বেড়ে পাঁচ কোটি ৬০ লাখে উন্নীত হয়েছে বলে উল্লেখ করেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, সবার দোরগোড়ায় ইন্টারন্টে সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী এক লাখ ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি নিরাপত্তার ‘স্বার্থে’ সরকার ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটে যোগাযোগের কয়েকটি মাল্টিমিডিয়া অ্যাপ বন্ধ করে দেয়।