সীমান্তে ফের বাংলাদেশি হত্যা

সাতক্ষীরা সীমান্তে দুইজন নিহত হওয়ার পর এক দিন পার না হতেই লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ সদস্যরা।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 04:18 AM
Updated : 27 Nov 2015, 04:18 AM

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, বৃহস্পতিবার রাতে ৩টার দিকে উত্তর গোতামারী সীমান্তের ৯০১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত অমূল্য বর্মন (৩৮) হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মহেষ চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল বজলুর জানান, অমূল্য রায়সহ ৮/১০ জন সীমান্ত পেরিয়ে গরু আনতে গেলে বিএসএফের টহল দল তাদের ওপর গুলি চালায়।

“অন্যরা দৌড়ে সরে যেতে পারলেও অমূল্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গীরা তার লাশ নিয়ে আসে।”

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।

ওই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে তলুইগাছা বিওপির চারাবাড়ি নোম্যানস ল্যান্ডে এক পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে বিএসএফ দুঃখ প্রকাশ করে বলে বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানিয়েছিলেন।