সীমান্তের ওপারে ২ বাংলাদেশি নিহতের খবর

সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের ওপারে ভারতের তারালী এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 03:43 AM
Updated : 26 Nov 2015, 05:55 AM

সদর উপজেলার বাঁশদগহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিমুল হক বলেন, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে ফিরে আসা সঙ্গীরা জানিয়েছেন। 

বিজিবি গোলাগুলির খবর শোনার কথা জানালেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

ফিরে আসা কয়েকজন যুবকের বরাত দিয়ে নাসিমুল হক জানান, ভোরে তারা ভারত থেকে চোরাচালানের পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন।

“ওই সময় বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের তারালি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয়।”

তিনি বলছেন, নিহত দুজন সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।

বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন বলেন, “আমি ওপারে গুলি এবং নিহত হওয়ার খবর শুনেছি, তবে নিশ্চিত হতে পারিনি।”