কাতারে ‘বাংলা ফেস্ট ২০১৫’

কাতারের দোহায় ৩০ অক্টোবর হবে ‘বাংলা ফেস্ট ২০১৫’ কনসার্ট ।

আনোয়ার হোসেন মামুন, কাতারের দোহা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2015, 08:31 PM
Updated : 22 Oct 2015, 01:07 PM

রোববার রাতে কাতারের রাজধানী দোহার একটি রেস্তোরাঁয় কনসার্ট আয়োজক কমিটি জানায় আগামী ৩০ অক্টোবর বিকাল ৫ টায় কাতারের সানাইয়া ৩৮ গ্র্যান্ডমল ওয়েস্ট ইন পার্কে অনুষ্ঠিত হবে বাংলা ফেস্ট ২০১৫ কনসার্ট। এই কনসার্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ, হৃদয় খান, নকুল কুমার বিশ্বাস, চঞ্চল চৌধুরী, হারুন কিসিঞ্জার, চিত্রতারকা নিরব, শাহনাজ খুশি, সিদ্দিক, বাবর আলী প্রমুখ।

অভিনেতা বাবর আলী বলেন, প্রবাসে যারা থাকেন তারা কতটা কষ্টে থাকে আমরা কেউ তা অনুভব করতে পারি না। পরিবার আত্বীয় স্বজনকে রেখে তারা একা জীবনযাপন করেন। আর প্রবাসীদের একটু আনন্দ দিতে এই কনসার্টের আয়োজন। 

আবদুল মতিন পাটোয়ারি বলেন, আমরা কাতার প্রবাসীদের পক্ষ থেকে এই কনসার্ট আয়োজনের সার্বিক সহযোগিতা করবো।

আয়োজকদের এই সভায় আরও বক্তব্য রাখেন, আবদুল আল মামুন, এস পি সালাউদ্দিন, সফিক বাবু, সাংবাদিক মুসা আহমেদ বক্তপুরি, সাংবাদিক গোলাম মাওলা হাজারী প্রমুখ।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com