কাতারে শ্রম আইনে পরিবর্তন আসছে  

সমালোচনার মুখে শ্রম আইনে বড় ধরনের সংশোধনী আনতে যাচ্ছে কাতার সরকার।

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2015, 04:57 PM
Updated : 13 Sept 2015, 09:28 AM

বৃহস্পতিবার কাতারের কেবিনেট বেশ কিছু পরিবর্তনসহ একটি খসড়া শ্রম আইন অনুমোদন দিয়েছে, এমন খবর প্রকাশিত হয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে। তবে এই পরিবর্তনগুলো পূর্ণাঙ্গ আইন হিসাবে স্বীকৃতি পাবে চূড়ান্ত অনুমোদনের পর। 

খসড়া আইনে বিদেশি শ্রমিকদের ‘কাফালা’ স্পন্সর পদ্ধতি, কর্মক্ষেত্র পরিবর্তন, কাতারে ঢুকবার বা দেশটি ত্যাগ করবার মতো বিষয়গুলোতে পরিবর্তন বা শিথিলতা আসতে যাচ্ছে বলে গণমাধ্যমগুলো বলেছে।    

‘কাফালা’ স্পন্সর পদ্ধতিকে অনেক সমালোচক আধুনিক দাসত্ব হিসাবে আখ্যায়িত করেছেন। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমে কাতারে বিদেশি শ্রমিকদের জীবন ও কর্মক্ষেত্রের বিদ্যমান সুযোগ-সুবিধা বিষয়ে কড়া সমালোচনামূলক খবরও প্রকাশিত হয়েছে। দেশটিতে শ্রমশোষণ চলছে বলেও অভিযোগ ওঠে।   

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। আর এজন্য দেশটিতে চলছে বিশাল নির্মাণযজ্ঞ।

বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও কাতার সরকারের বিদ্যমান শ্রম আইনের কড়া সমালোচনা করেছে। ফুটবলের বিশ্ব সংস্থা ফিফাও সমালোচনার মুখে পড়ে এই কারণে।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com