প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আ.লীগ ও বিএনপির কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে সামনে রেখে পাল্টা-পাল্টি কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 04:06 AM
Updated : 25 August 2015, 04:06 AM

একদিকে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো থেকে শুরু বড় আকারে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার সফরের সময় বিক্ষোভ দেখানোর প্রস্ততি রয়েছে বিএনপির।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ওইদিন জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হবে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও এজন্য পৃথক পুথক সভা করে সাংগঠনিকভাবে প্রস্তুত হচ্ছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।

জাতিসংঘে তার ভাষণের সময়ও বাইরে নেতাকর্মীরা থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কে গণসম্বর্ধনা দেওয়ারও প্রস্তুতি চলছে।

এসব কর্মসূচি সফল করতে এরই মধ্যে ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউজার্সি, ওয়াশিংটন, পেনসিলভেনিয়া, বোস্টনেও প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

অন্যদিকে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ শীর্ষক কর্মসূচি সফল করতে বিএনপির সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্র যুবদল এবং ছাত্রদল গত রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে একটি প্রস্তুতিসভা করেছে।

জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সভায় যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেএফকে বিমানবন্দর, শেখ হাসিনা যে হোটেল থাকবেন তার বাইরে এবং জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় প্রস্তুতিসভায়।

সভায় বলা হয়, বিক্ষোভ প্রদর্শনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকা, ওসমান ফারুক এবং এহসানুল হক মিলনকেও কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয় সভায়।

আগামী সপ্তাহে ব্রুকলিনে আরেকটি প্রস্তুতি সমাবেশের কথা রয়েছে বিএনপির।