নির্বাচনকে ভয় পায় সরকার: খালেদা

দশম সংসদ নির্বাচন বর্জন করে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার ভোটকে ‘ভয়’ পায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2015, 02:45 PM
Updated : 2 July 2015, 05:09 PM

রাজধানীর হোটেল পূর্বাণীতে বৃহস্পতিবার জোট শরিক ইসলামী ঐক্যজোটের ইফতার অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।

খালেদা বলেন, “বিদেশিরা প্রত্যেকে বলছে, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। অতিদ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশ গ্রহণে একটি নিবার্চনের ব্যবস্থা করা উচিৎ।

“কিন্তু ক্ষমতাসীনরা এত লুটপাট-চুরি-খুন-খারাবি করেছে; তারা মানুষের ভয়ে, বিচারের ভয়ে আজ ক্ষমতা ছাড়তে চায় না। তারা জনগণের ভয়ে নির্বাচন দিতে চায় না। ক্ষমতাসীনরাই বলে, নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে।”

তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রকাশ ঘটেছে বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

“মানুষ কীভাবে তাদের প্রত্যাখ্যান করবে, তা সিটি নির্বাচনে একটুখানি দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। সত্যিকারভাবে ওই নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতে পারত, ভোটারা জবাব দিত; তাদের (সরকার) মুখে জুতো মারত।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কারাগারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “সাধারণ মানুষ বলেন, আর রাজনৈতিক নেতা-কর্মীরা বলেন, সকলে আজ বন্দি।

“অন্যদিকে আওয়ামী লীগের লোকজন যতই অত্যাচার-জুলুম-অনাচার-চুবি-ডাকাতি-খুন-খারাবি সব কিছু করুক না কেন, তারা সবাই বহাল তবিয়তে আছে। তারাই সবাই ফ্রি।”

বিচার বিভাগেও এখন ন্যায়বিচার পাওয়া যায় না বলে মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সাম্প্রতিক আলোচিত ঘটনা মানবপাচারে আওয়ামী লীগের ‘দালাল চক্র’ জড়িত বলেও দাবি করেন তিনি।

ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জাতীয় পার্টির কাজী জাফর আহমদ, বিএনপির নজরুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, আবদুর রকীব, মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ।

জামায়াতে ইসলামের আমীনুল ইসলাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার শফিউল আলম প্রধান, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের গরীবে নেওয়াজ, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএল এর সাইফুদ্দিন মনি, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, জমিয়তে উলামা ইসলামের শেখ মজিবুর রহমান ইফতার অনুষ্ঠানে ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মীর মো. নাছিরউদ্দিন, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, রফিক শিকদার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

ঢাকায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সাবিনা মেহতা, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারও ইফতারে ছিলেন।