ঘুষ -দুর্নীতির মহোৎসব চলছে: এরশাদ

প্রশাসনিক দুর্নীতির সঙ্গে সরকারের সবাই জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 07:16 PM
Updated : 1 July 2015, 07:16 PM

বুধবার রাজধানীতে ইম্পিরিয়াল হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এরশাদ এই অভিযোগ করেন।

এরশাদ বলেন, “মানুষ শান্তি চায়, সুশাসন চায়। কিন্তু সুশাসন কিভাবে আসবে? দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। সিপাহী থেকে শুরু করে পিওনের নিয়োগ পর্যন্ত সব জায়গায ঘুষ দিতে হবে। সরকারের সবাই দুর্নীতিতে যুক্ত।”

যতদিন দুর্নীতি থাকবে ততদিন সুশাসন আসবে না বলেও মন্তব্য করেন গণঅভ্যুত্থানে দুই যুগ আগে ক্ষমতা হারানো এই সামরিক শাসক।

ঢাকা শহরের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, “ঢাকা এখন আর বসবাসের উপযোগী নয়। রাজধানীকে বসবাসের উপযোগী করতে হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে।”

এজন্য প্রাদেশিক শাসন প্রতিষ্ঠারও দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

অনুষ্ঠানে ইফতার শুরু হওয়ার তিন মিনিট আগে উপস্থিত হন এরশাদ।

জাতীয় পার্টির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজটের কারণে দেরি হয়েছে তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জি এম কাদেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।