অনিয়ম ঠেকাতে কেন্দ্রে কেন্দ্রে যাবেন কাফি রতন

ভোট কেন্দ্রে অনিয়ম এবং সন্ত্রাস প্রতিরোধ করার ডাক দিয়ে বিভিন্ন কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী কাফি রতন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 01:19 PM
Updated : 27 April 2015, 01:19 PM

মঙ্গলবার সকাল ভোট গ্রহণের প্রথম পর্যায়েই নাখাল পাড়া প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দিতে যাবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিপিবির এই নেতা।

কাফি রতন বলেন, “গতকাল (রোববার) রাতে নাখালপাড়ায় আমার প্রধান নির্বাচনী কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আমার দুজন কর্মীকে মেরে হাত ভেঙে দিয়ে দিয়েছে।

“এর আগে কল্যাণপুরেও হামলা করা হয়েছে। জানি না কাল কী হবে? তবে আমরা এসব প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে তৎপর থাকব।”

ঢাকা দক্ষিণে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুন বাগিচা হাই স্কুলে ভোট দেবেন বলে জানিয়েছেন।

বাসদের এই কেন্দ্রীয় নেতা বলেন, “ভোট দিয়ে কর্মীদের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”

এখন পর্যন্ত কোন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন কিনা জানতে চাইলে ডাকসুর সাবেক সদস্য ফিরোজ বলেন, “প্রচার চালানোর সময় কামরাঙ্গীরচরে এবং মিরহাজিরবাগে আমার কর্মীরা বাধার মুখে পড়েছিল। এরপর এখন পর্যন্ত আর কোনো প্রতিকূলতার মুখে পড়িনি।”

উত্তরে কাফি লড়ছেন ‘হাতি’ মার্কা নিয়ে আর দক্ষিণে ফিরোজের প্রতীক ‘টেবিল ঘড়ি’।

এদিকে ঢাকা উত্তরে ‘টেলিস্কোপ’ প্রতীকের প্রার্থী গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি ভোট দেবেন মগবাজারের ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সকাল ৯টার মধ্যে ভোট দিয়ে তিনিও কেন্দ্রে কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন।

এদিকে উত্তরে জাসদের সমর্থন নিয়ে মেয়র পদে লড়ছেন অভিনেতা নাদের চৌধুরী। ‘ময়ূর’ প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা নাদের সকালে মোহাম্মদপুরের তাজমহল রোডে কিশলয় বালিকার বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটাররা রেসপনসিভ। তবে বড় দুই দলের ভোট ব্যাংকটাও ভাবতে হচ্ছে।”