জনগণের রাগ তো নিয়ন্ত্রণ করতে পারি না: জয়

কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িতে হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2015, 06:02 PM
Updated : 20 April 2015, 06:08 PM

তিনি বলেছেন, এই ধরনের হামলা সমর্থন না করলেও জনগণকে রাগকে তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না।

সোমবার বিকালের ওই ঘটনার পর রাতে নিজের ফেইসবুক পাতায় স্ট্যাটাসে এ কথা লিখেছেন জয়।

তিনি লিখেছেন, “বিগত তিন মাস যাবৎ বাসে এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করে কমপক্ষে ১৬০ জনকে হত্যা এবং আরও অসংখ্য মানুষকে আহত করায় ঢাকাবাসী খালেদা জিয়ার উপর ভীষণ ক্ষিপ্ত। আমি মনে করি যারা আজ তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে তা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।”

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসা বিএনপি বলছে, তাদের চেয়ারপারসনের ওপর এই হামলা সরকারের উসকানিতে ঘটেছে।  

ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে বিএনপি চেয়ারপারসনের ‘নাটক’ বলে মন্তব্য করেছেন।

জয় লিখেছেন, “আমরা আওয়ামী লীগ যে কোনো সহিংসতা এবং এই ধরনের হামলা সমর্থন করি না, কিন্তু এটাও ঠিক যে আমরা জনগণের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না।”

বিএনপি জোটের অবরোধ-হরতালে সহিংসতার শিকারদের ন্যায়বিচার প্রাপ্য হলেও গাড়িবহরে ইট নিক্ষেপ করাটা প্রতিকারের কোনো উপায় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।