আন্দোলনের পরিস্থিতি নেই: মুহিত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি আন্দোলনের ডাক দিলেও তাতে জনগণ সাড়া দেবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2014, 01:54 PM
Updated : 31 July 2014, 01:54 PM

ঈদের ছুটির শেষে বৃহস্পতিবার সচিবালয়ে নিজের কার্যালয়ে বিরোধী দলের আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মত জানান। 

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিএনপি ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে।

মুহিত বলেন, “বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আন্দোলন করা সম্ভব নয়।

“মানুষ থাকলেই আন্দোলন হয়, না থাকলে কোনো আন্দোলন হয় না।”

এ বক্তব্যর ব্যাখ্যায় তিনি বলেন, “এখন মানুষ ও স্টেক হোল্ডারের সংখ্যা এত বেড়েছে যে, সবাই এখন কর্মব্যস্ত। স্টেক হোল্ডাররা এখন নিজেদের স্বার্থেই কোনো আন্দোলনের পক্ষে সমর্থন দেবে না।”

ফাইল ছবি

যদি আন্দোলন হয় তাহলে অর্থনীতিতে এর কী প্রভাব পড়তে পারে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আন্দোলন হলে মানুষ যদি চলাচল করতে না পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে অর্থনীতিতে এর প্রভাব পড়বেই।”

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অর্থমন্ত্রীর মতোই মনে করেন, আন্দোলনের পরিস্থিতি এখন দেশে নেই।

তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বর্তমানে এমন কোনো ইস্যু নেই যে আন্দোলনের বিষয় হবে।”

সাধারণ মানুষ এই আন্দোলনে সাড়া দেবে না মন্তব্য করে নাহিদ বলেন, “মানুষের এখন সেই সময় নেই, তার নিজের অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি রয়েছে তা বাধাগ্রস্ত করবে না।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আমরা আশা করবো অহেতুক নিজের ভুলের মাশুল জনগণের ওপর চাপিয়ে দিবেন না. বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল শুধরে নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হোন, যখন সাংবিধানিকভাবে নির্বাচন হবে।”