Published : 06 Aug 2013, 05:39 PM
সরকারের উন্নয়নচিত্রের বিলবোর্ডের সমালোচনা করে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দেখিয়ে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরাতে সরকারের ব্যর্থতার দিকটিও তুলে ধরেন এম কে আনোয়ার।
তিনি বলেন, “নির্বাচনের কোনো ওয়াদাই তারা পূরণ করেনি। বিদেশ থেকে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনবে বলে ওয়াদা করেছিল, আজো তা পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য কমানোর ওয়াদাও তারা পূরণ করতে পারেনি।”
আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি ‘প্রাতিষ্ঠানিক রূপ’ পেয়েছে বলেও দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বিলবোর্ডের মাধ্যমে উন্নয়নের যে চিত্র তুলে ধরা হয়েছে, তাকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করে তিনি বলেন, “সরকার এখন গোয়েবলসীয় নীতি অনুসরণ করছে। তবে এতে কোনো কাজ হবে না।”
ফাইল ফটো
তিনি আরো বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে অতীতের ভুল শুধরে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।
জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরামের উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচার ও কটূক্তির’ প্রতিবাদে আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ার।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুবদলের সহসভাপতি ফারুক আহমেদ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ।