কার্যালয়ে তল্লাশির পর নীতিনির্ধারকদের বৈঠক ডেকেছেন খালেদা

গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযানের পরিপ্রেক্ষিতে রোববার রাতে দলের নীতিনির্ধারকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 05:51 PM
Updated : 20 May 2017, 05:51 PM

রোববার রাত সাড়ে ৮টায় গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে আকস্মিক অভিযান চালায় পুলিশ। আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান চালানো হয় বললেও সেখানে কোনো কিছু না পাওয়ার কথা জানায় তারা।

এ তল্লাশি অভিযানের প্রতিবাদে বিএনপি রোববার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। একই ইস্যুতে জাতীয়তবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ওইদিন বিক্ষোভ সমাবেশের আলাদা কর্মসূচি দিয়েছে।

এর মধ্যেই শনিবার রাত সাড়ে ৯টায় নিজের কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান রুহুল আলম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি নেত্রী কার্যালয়ের নিচতলায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর আন্দোলনে হতাহত নেতাকর্মীদের মধ্যে নয় পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। তিনি এসব পরিবারের সদস্যদের খোঁজ-খবরও নেন।

হেলপ সেল এর উদ্যোগে এ সহযোগিতা প্রদান করা হয়। হেলপ সেলের শহীদুল ইসলাম বাবুল, কাদের গনি চৌধুরীসহ নেতারা এ সময়ে ছিলেন।