ফেনীতে ‘কোমেন’ দুর্গতদের বিএনপির ত্রাণ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজী উপজেলায় ‘কোমেন’ দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 05:32 PM
Updated : 31 July 2015, 05:32 PM

শুক্রবার বিকালে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে এক হাজার দুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলে দাবি করেন।

পরে খালেদা জিয়ার পক্ষে দুর্গতদের মধ্যে শাড়ি, লুঙ্গি ও চাল বিতরণ করা হয়।

ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহাজাহান মজুমদারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদীন, সাবেক সাংসদ রেহানা আক্তার রানু, ভারপ্রাপ্ত জেলা সভাপতি আবু তাহের, পরশুরাম উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে ঢাকা থেকে ফুলগাজীর উদ্দেশে রওনা হন নজরুল ইলামসহ দলের কয়েকজন নেতা।

ওই সময় নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি দলের চেয়ারপারসনের পক্ষে তার গ্রাম ফুলগাজীসহ বিভিন্ন স্থানে ত্রাণ দিতে যাচ্ছি। ম্যাডামের নির্দেশে ফেনীসহ বিভিন্ন স্থানের দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।”