জাতীয় শোক দিবস ঘিরে ৪০ দিনের কর্মসূচি আ. লীগের

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2015, 09:28 AM
Updated : 25 July 2015, 09:28 AM

জাতির জনককে হত্যার ৪০তম বার্ষিকীতে প্রতি বছরের মতো ১ অগাস্ট শোক দিবসের কর্মসূচি শুরু হবে। তবে তা ৩১ অগাস্ট শেষ না হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

পহেলা অগাস্ট প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের অভিমুখে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর আলোর মিছিলের মধ্য দিয়ে ৪০ দিনের কর্মসূচি শুরু হবে।

সেদিন দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং জেলা ও সহযোগী সংগঠনের নেতারা টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।  

পহেলা অগাস্ট বিকালে কৃষক লীগের উদ্যোগে রাজধানীতে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তাঁতী লীগের আলোচনা সভা হবে ৩ অগাস্ট।

ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) উদ্যোগে ৪ অগাস্ট বিকালে নগর ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।     

৫ অগাস্ট শেখ কামালের জন্মদিনের কর্মসূচি পালিত হবে।

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের কর্মসূচি পালিত হবে ৮ অগাস্ট।

ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে ৯ অগাস্ট বিকালে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে।

১১ অগাস্ট বিকালে কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলতনায়তনে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভাটি হবে।

দেশের বরেণ্য চিত্র শিল্পীদের অংশগ্রহণে ১২ অগাস্ট দিনব্যাপী বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে ‘রংতুলিতে শোক গাথা’ শীর্ষক কর্মসূচি পালিত হবে।

কেন্দ্রীয় কার্যালয়ে ১৩ অগাস্ট বিকালে যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হবে দেশব্যাপী।

আওয়ামী লীগের উদ্যোগে ১৬ অগাস্ট বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৭ অগাস্ট ঢাকা মহানগর আওয়ামী লীগের এবং ১৮ অগাস্ট জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

২০ অগাস্ট বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ অগাস্ট কর্মসূচি পালিত হবে।

২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২৩ অগাস্ট বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে ২৪ অগাস্ট বিকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তন আলোচনা সভা হবে।

২৫ অগাস্ট বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা হবে।   

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভাটি হবে ২৬ অগাস্ট বিকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে।       

৩০ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের কর্মসূচি পালিত হবে।