পাঠানকোট হামলার পর দিল্লিতে উচ্চ সতর্কতা

পাঞ্জাবের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে উচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2016, 01:44 PM
Updated : 4 Jan 2016, 01:44 PM

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদ দিল্লিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তরা।

এই জঙ্গি দলটিই পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা করেছে এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, “জঙ্গি দল জইশ-ই-মোহাম্মদ দিল্লিতে হামলার পরিকল্পনা করছে।”

কয়েকটি জঙ্গি দল দিল্লি, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, জয়পুর, বেঙ্গালুরু, গোয়া ও কলকাতার ‍উপর নজর রাখছে বলে এর আগে গোয়েন্দারা সতর্ক করেছিল।

শনিবার পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পরদিন দিল্লির পুলিশ কমিশনার বি.এস. বসি টানা দ্বিতীয় দিনের মত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।  বোমা নিষ্ক্রিয়করণ অধিদপ্তর ও অগ্নিনির্বাপক অধিদপ্তরের প্রধানরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে পুলিশ কমিশনার বসি যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কর্মকর্তাদের উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

পুলিশ প্রধান দিল্লির বাসিন্দাদেরও সজাগ থাকার অনুরোধ করেছেন।

টুইটে বসি লেখেন, “সন্দেহজনক ব্যক্তি/বস্তু/কার্যক্রমের বিষয়ে বাসিন্দাদের সজাগ দৃষ্টি সন্ত্রাস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। এধরনের কিছু চখে পড়লে বা মনে হলে সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে বা ১০৯০ হেল্পলাইনে ফোন করে সবকিছু জানান।”