দিনাজপুরে পুলিশ-আসামিপক্ষ সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে এক যুবক নিহত হয়েছেন, আহত হন পাঁচ পুলিশসহ আটজন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 03:15 PM
Updated : 27 Feb 2015, 03:15 PM

চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তুলশিপুর গ্রামে এ ঘটনা হয়।

নিহত রেজোয়ান (২০) স্থানীয় কৃষকদল নেতা তুলশিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- থানার এসআই নজরুল ইসলাম, এএসআই মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম ও হাবিবুল্লাহ এবং কনস্টেবল জাহাঙ্গীর।

এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় হাবিবুল্লাহ, জাহাঙ্গীর ও মোস্তাফিজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, বিকালে তুলশিপুর গ্রাম থেকে নাশকতা মামলার আসামি হাবিবুরকে আটক করলে তার ছেলেসহ পরিবারের লোকজন পুলিশের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং হাবিবুরকে ছিনিয়ে নেয়।

“এ সময় আসামিপক্ষের হামলায় ওই পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে আসে।”

পুনট্রি ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে রেজোয়ান ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া রেজোয়ানের ভাই হায়দার, ভাবি আম্বিয়া ও দাদি হনুফা বেগম আহত হন।