বক্স-অফিস কাঁপিয়ে দিয়েছে ‘স্যান অ্যানড্রিয়াস’

প্রথম সপ্তাহেই মার্কিন বক্স-অফিসে সাড়া ফেলে দিয়েছে ডোয়েইন জনসনের সিনেমা 'স্যান অ্যানড্রিয়াস'। মুক্তির পর তিন দিনে শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটি আয় করেছে পাঁচ কোটি ৩২ লাখ ডলার।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 11:33 AM
Updated : 1 June 2015, 11:33 AM

২৯ মে একই সঙ্গে মুক্তি পাওয়া সনি পিকচাের্সের রোমান্টিক কমেডি 'আলোহা'কে উড়িয়ে দিয়েছে ওয়ারনার ব্রাদার্সের সিনেমা ‘স্যান অ্যানড্রিয়াস'।

মুক্তির প্রথম তিন দিনে ‘আলোহা’র প্রায় পাঁচ গুন বেশি আয় করা জনসনের এই সিনেমাকে ধরা হচ্ছে 'দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন'- এর প্রতিযোগী হিসেবে। বিশ্বব্যাপী ১৫০ কোটি ডলার আয় করে এখন পর্যন্ত বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার খেতাব দখলে রেখেছে 'ফিউরিয়াস সেভেন'। 

ওদিকে আইএমডিবি বলছে, বক্স-অফিসের সেরা দশের তালিকায় দুই নম্বরে আছে 'পিচ পারফেক্ট টু'। এখন পর্যন্ত ভালো ব্যবসা করছে জর্জ ক্লুনির 'টুমোরোল্যান্ড' এবং শার্লিজ থেরনের 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড'। এছাড়া এক মাস পরও সেরা পাঁচের মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে 'অ্যাভেঞ্জারস: এইজ অফ আলট্রন'।