স্বস্তিকার শত শাড়ির চুক্তি

শাড়িকে জনপ্রিয় করে তোলার এক অভিযানে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। ভাচর্ুয়াল জগতে ঝড় তোলা '#হান্ড্রেডশাড়িপ্যাক্ট' আন্দোলনে যোগ দিয়ে শাড়িতে সজ্জিতা স্বস্তিকা নিজের ছবি আর শাড়ির গল্প তুলে ধরেছেন ভক্তদের জন্য।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 11:41 AM
Updated : 3 May 2015, 11:41 AM

ভারতীয় সাংবাদিক সাংবাদিক অঞ্জু মোদগাল কদম এবং অ্যালি মাথানের উদ্যোগে সম্প্রতি শুরু হয়েছে '#হান্ড্রেডশাড়িপ্যাক্ট'। তাদের ভাষ্যে, শহুরে নারীদের শাড়ি পড়ার সুযোগ হয়না সব সময়। তাই শখের শাড়িগুলো সব আলমারিতেই পড়ে থাকে। কিন্তু '#হান্ড্রেডশাড়িপ্যাক্ট'-এ অংশ নিয়ে নারীরা প্রতিজ্ঞা করবেন, ২০১৫ সাল শেষ হবার আগে একশ দিন শাড়ি পরার।

ইতোমধ্যেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের নারীরা। স্বস্তিকাও এই চুক্তি অনুযায়ী সাতটি শাড়ি পরে বিভিন্নভাবে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাত দিন ধরে। ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রতিটি শাড়ির পেছনের গল্প

'হান্ড্রেডশাড়িপ্যাক্ট' নামের একটি ওয়েবসাইটও খোলা হয়েছে, সেখানে নারীরা তাদের শাড়ি পড়া ছবির সঙ্গে নিজেদের গল্প তুলে ধরতে পারবেন।