‘বাবার স্বপ্ন পূরণ করেছি’

বাঙালি হয়েও দীর্ঘ ক্যারিয়ারে কখনও বাংলা সিনেমায় অভিনয় করেননি সুস্মিতা সেন। তবে সুস্মিতার বাবার ইচ্ছা ছিল, মেয়েকে একটি বারের জন্য হলেও বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা। অবশেষে ‘নির্বাক’এ অভিনয়ের মাধ্যমে বাবার ইচ্ছা পূরণ করেতে পারলেন এই অভিনেত্রী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 08:07 AM
Updated : 1 May 2015, 08:07 AM

সুস্মিতা জানান, প্রথমবারের মত বাংলা ভাষায় সংলাপ বলার আগে উচ্চারণের ব্যাপারে অনেকটা ‘সতর্ক’ থাকতে হয়েছে তাকে।

"আমি আশংকা করছিলাম বাংলা ভাষায় আমি ঠিকমতো কথা বলতে পারবো কি না। আমার উচ্চারণগুলো সঠিক হবে কি না। তবে পরিচালক সৃজিতকে অনেক ধন্যবাদ, সে আমাকে এমন চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন যেখানে আমাকে কিছুই বলতে হয়নি।"

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, বাঙালি পরিবারে জন্ম হলেও সুস্মিতার শৈশব কেটেছে হায়দ্রাবাদ এবং দিল্লিতে। তবে তার বাবা সবময়ই চাইতেন, মেয়ে বাংলা সিনেমায় অভিনয় করবে।

সুস্মিতার ভাষ্যে,"আমি ভেতরে ভেতরে খুব তটস্থ হয়ে ছিলাম, যেহেতু আমার বাবার সবচেয়ে বড় স্বপ্ন এটা আর সিনেমাটি তার জন্য একটা বড় ব্যাপার। আর আমার পরিচালকও এটা নিশ্চিত করেছেন যে, আমিই যেন কণ্ঠ দেই।"

জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্রকার সৃজিত মুখার্জি পরিচালিত ‘নির্বাক’ সিনেমাটি মুক্তি পাবে ১ মে। এতে আরও অভিনয় করেছেন অঞ্জন দত্ত এবং জিশু দাশগুপ্ত।