'নারীদের কেন জবাব দিতে হয়?'

ভালো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে গেলেও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় নারীদের। ভারতীয় অভিনেত্রী কালকি কোয়েচলিনের প্রশ্ন, নারী হওয়ার কারণে কেন জবাবদিহি করতে হয়?

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 10:11 AM
Updated : 18 April 2015, 10:11 AM

দিপিকা পাড়ুকোনের 'মাই চয়েস' ভিডিওর ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে কালকি বলেন, “আমি খুবই খুশি হয়েছি যে দিপিকা এমন একটি ভিডিওতে কাজ করেছে। যে কোনো কাজের ক্ষেত্রে, পুরুষদের বেলায় আমরা কোনেরা প্রশ্ন করি না, কিন্তু নারীদের সবসময়ই জবাবদিহি করতে হয়।”

তিনি আরও বলেন, “নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ এলে সবার আগে যা নিশ্চিত করতে হবে, তা হল লিঙ্গ সমতা। কাজের ক্ষেত্রেও নারী এবং পুরুষ সমান পারিশ্রমিক পায় না, এটা অনেক বড় সমস্যা। এমনকি পশ্চিমা দেশেও এই বৈষম্য দেখা যায়।”

নারীর ক্ষমতায়নের ব্যাপারে বরাবরই সোচ্চার এই অভিনেত্রীর নতুন সিনেমা 'মারগারিটা উইথ এ স্ট্র' মুক্তি পেয়েছে ১৭ এপ্রিল। এতে শারীরিকভাবে প্রতিবন্ধী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।