'সব ধর্মের দুর্বলতা আছে'

ধর্মকে বিষয় করে নির্মিত সিনেমাগুলো যেন বিতর্ক এড়াতেই পারেন না। ভারতীয় অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকি মনে করেন সব ধর্মেই দুর্বলতা রয়েছে আর সেগুলো তুলে ধরা উচিৎ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 09:07 AM
Updated : 18 April 2015, 09:07 AM

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে ‘বাদলাপুর’ খ্যাত এই অভিনেতা বলেন, “আজকাল ধর্মকে মানুষকে যেভাবে গ্রহণ করছে সে পন্থাটা সঠিক নয়। সব ধর্মেই এখন অনেক দুর্বলতা  রয়েছে। আমি মনে করি সিনেমায় এই সীমাবদ্ধতাগুলো তুলে ধরা উচিৎ এবং এ ধরনের প্রকল্পের অংশ হতে খুবই ভালো লাগবে।”

তবে কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষবস্তু বানানো হলে সে সিনেমা এড়িয়েই চলতে চান তিনি।  

নারীকেন্দ্রিক সিনেমায়ও কাজ করতে আগ্রহী নাওয়াজউদ্দিন। জানালেন, চরিত্র গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং হলে পর্দায় স্বল্প সময়ের জন্যে থাকতেও আপত্তি নেই তার।

ভিন্ন ধারার সিনেমার পাশাপাশি বাণিজ্যিক সিনেমাতেও কাজ করছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। সাম্প্রতিক সময়ে 'বদলাপুর' ছাড়াও সালমান খানের সিনেমা 'কিক'- এ খলচরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া কাজ করছেন 'বাজরাঙ্গি ভাইজান' এবং 'রাইস'- এর মতো সিনেমায়।