‘ডার্টি পলিটিক্স’-এর ওপর নিষেধাজ্ঞা উঠলো

মাল্লিকা শিরাওয়াতের নতুন হিন্দি সিনেমা ‘ডার্টি পলিটিক্স’- এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার এক দিনের মাথায় তা তুলে নিয়েছে পাটনা উচ্চ আদালত। ভারতব্যাপী একই দিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 06:43 PM
Updated : 4 March 2015, 06:50 PM

‘বেশ কিছু আপত্তিকর দৃশ্য’ থাকার অভিযোগে ‘ডার্টি পলিটিক্স’- এর প্রদর্শনী বন্ধের দাবীতে ভারতের পাটনায় একটি পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনকে কেন্দ্র করে সিনেমাটি প্রদর্শন নিষিদ্ধ করে হাইকোর্ট। তবে একদিনের মাথায় মত বদলেছে আদালত।

কেন সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হলো - এই প্রশ্নের উত্তর চেয়ে ভারতের সেন্সর বোর্ডকেও জবাবদিহি করতে বলা হয়েছিল আদালতের তরফ থেকে।

নগ্ন দেহে ভারতের পতাকা জড়িয়ে এই সিনেমার পোস্টারের জন্য ছবি তুলে ব্যাপক সমালোচনার জন্ম দেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তিনি ও সিনেমার পরিচালকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়।

নিজের সিনেমার পক্ষে যুক্তি তুলে ধরে পরিচালক কে সি বোকাডিয়া আদালতকে জানান, এমন কোনো আপত্তিকর দৃশ্য এতে নেই যা প্রদর্শনের অযোগ্য।

 সবশেষ খবর অনুযায়ী, সঠিক সময়ে অর্থাৎ শুক্রবারেই মুক্তি পাচ্ছে ‘ডার্টি পলিটিক্স’।