বলাকায় মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

বিজয়ের মাসে রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে সপ্তাহব্যাপী ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ২০১৪ আয়োজন করেছে ঢুলী কমিউনিকেশনস। ১৯শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 08:37 AM
Updated : 16 Dec 2014, 08:37 AM

গ্লিটজকে ঢুলী কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর জানিয়েছেন, এ উৎসবে প্রদর্শিত হবে ‘ওরা ১১ জন’, ‘আগুনের পরশমণি’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘মেঘের পরে মেঘ’, ‘জয়যাত্রা’, ‘গেরিলা’ এবং ‘মাটির ময়না’।

১৯শে ডিসেম্বর সকাল ১১টায় বলাকা সিনেওয়ার্ল্ডে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদসহ আরও অনেকে। উদ্বোধনী দিনেই প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ সিনেমাটি।

এবারের উৎসবে চারজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন মানজুর।

উৎসবটি নিয়ে মানজুর বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার। বিজয়ের উচ্ছ্বাস ছড়াতেই আমাদের এ আয়োজন। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।"

ঢুলী কমিউনিকেশন্স চলতি বছর ৬ই সেপ্টেম্বর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ স্মরণে বলাকা সিনেওয়ার্ল্ডে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলো নিয়ে সপ্তাহব্যাপী সালমান শাহ স্মরণ উৎসব আয়োজন করেছিল।