‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নতুন রেকর্ড

ভারতের মারাঠা মন্দির সিনেমাহলে মুক্তির পর থেকেই চলছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। সম্প্রতি সিনেমাটির এই বিরামহীন প্রদর্শনীর ১৯ বছর পূর্ণ হয়েছে।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 10:13 AM
Updated : 21 Oct 2014, 10:13 AM

সিনেমাটির প্রযোজনা সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে সম্প্রতি বলা হয়েছে, কোনো বিরতি ছাড়াই সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রদর্শিত ভারতীয় সিনেমা এখন ‘ডিডিএলজে’।

১৯৯৫ সালের ২০শে অক্টোবর মুক্তি পায় শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমাটি। এরপর থেকে মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমাহলে প্রতিদিন সকাল সাড়ে ১১টার শোতে এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে । জানা যায় এখনও  মাঝে মাঝেই হাউজফুল থাকে।   

হিন্দি সিনেমার ইতিহাসে মোড় ঘোরানো সিনেমা হিসেবে ধরা হয় 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'কে। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর বলিউডে রোমান্টিক সিনেমার ভোলই পাল্টে যায়।

১০টি ফিল্মফেয়ার ও ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা সিনেমাটি ডিসেম্বরের ১২ তারিখে বক্স-অফিসে ১০০০তম সপ্তাহ পূর্ণ করবে।