আলিয়ার বাড়ি ফেরা

কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল মেয়েটির। নিজে গাড়ি চালিয়ে ফেরার পথে মাকে আশ্বাস দিলো, মাত্র দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে সে। কিন্তু বিধি বাম! মাঝপথে নষ্ট হয়ে গেল গাড়ি। নির্জন রাস্তায় একা মেয়েটির ভাগ্যে কি লেখা আছে?

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 02:12 PM
Updated : 19 Oct 2014, 02:15 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া একটি জরিপের বরাত দিয়ে বলেছে, প্রতি আধা ঘণ্টায় ভারতে একজন নারী ধর্ষণের শিকার হন। আর এমন একটি স্পর্শকাতর সামাজিক সমস্যা নিয়েই শর্ট ফিল্ম বানিয়েছেন পরিচালক 'কুইন' খ্যাত পরিচালক ভিকাস বেহল।

‘গোয়িং হোম’ নামের এই পাঁচ মিনিট আটত্রিশ সেকেন্ডের সিনেমাটিতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য নিজের পরের সিনেমা 'শানদার'-এর অভিনেত্রী আলিয়াকে নিয়ে এই শর্টফিল্মটি নির্মাণ করেছেন তিনি।

এ বিষয়ে ভিকাস বলেন, "এই ফিল্মটিতে যা দেখানো হয়েছে তা বাস্তবে আজও সম্ভব নয়। নারীদের মনের এই ভয় এবং অবিশ্বাস এখনও দূর হয়নি। তবে আমরা আশা করি, অদূর ভবিষ্যতে এই কল্পনাই বাস্তবে পরিণত হবে।"