এ আর রহমানের ‘রওনাক’

প্রকাশিত হয়েছে এ আর রহমানের নতুন অ্যালবাম। ‘রওনাক’ নামের এই অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা সৃষ্টিকারী ভোগ এমপাওয়ারমেন্ট অভিযানের প্রতি।

জেনিফার ডি প্যারিসআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:56 AM
Updated : 30 Sept 2014, 09:57 AM

২৯শে সেপ্টেম্বর অ্যালবামটি উদ্বোধন করেন তিনি। সেদিন এক বিবৃতিতে রহমান বলেন, "আমার নতুন অ্যালবামটি ভোগ এমপাওয়ারমেন্টের প্রতি উৎসর্গ করে তাদের বার্তা ছড়িয়ে দেওয়ার শপথ করছি।"

তিনি আরও বলেন"এই অ্যালবামে নারীর ক্ষমতায়নের গুরুত্ব প্রতিফলিত হয়েছে ‘লাডলি’ গানটি এবং এর মিউজিক ভিডিওর মাধ্যমে। গানটি তৈরি করেছি লতা মুঙ্গেশকর এবং কাপিল সিবালের সঙ্গে মিলে।"

‘লাডলি’ গানটির কথা লিখেছেন সিবাল এবং রহমানের সঙ্গে মিলে গানটি গেয়েছেন লতা।

রহমান জানালেন, সাতটি গান নিয়ে তৈরি এই অ্যালবামে লতা ছাড়াও তার সঙ্গে গান গেয়েছেন চিত্রা, শ্রেয়া ঘোষাল, মোহিত চৌহান, শোয়েতা পান্ডিত এবং জোনিতা গান্ধি।