‘ইত্যাদি’তে ফরিদা পারভীন

বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রথমবারের মতো এককভাবে গান গাইলেন বর্ষীয়ান শিল্পী ফরিদা পারভীন।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 04:17 PM
Updated : 23 Sept 2014, 04:17 PM

‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের মুখপাত্র গাজী কিবরিয়া মিঠু গ্লিটজকে জানান, ইত্যাদিতে কখনোই এককভাবে গান করেননি ফরিদা পারভীন। ২০০২ সালে ১১ শিল্পীর অংশগ্রহণে একটি দলীয় গানে অংশ নিয়েছিলেন ফরিদা পারভীন। গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর, নকীব খান, কিরণ চন্দ্র রায়, শাকিলা জাফর, নকুল কুমার বিশ্বাস, হাসানসহ অনেকে।

মিঠু আরও জানান, এ পর্বে ফরিদা পারভীন একটি লালনগীতি পরিবেশন করছেন।

এবারের ‘ইত্যাদি'র মঞ্চ তৈরি করা হয় নাটোরের উত্তরা গণভবনে। এবারের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন - কেএস ফিরোজ, আব্দুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, প্রাণ রায়, জিল্লুর রহমানসহ আরও অনেকে নাটোর জেলার ঐতিহ্যবাহী সামগ্রী নিয়ে নির্মিত একটি নাটিকাও থাকছে।

অনুষ্ঠানটি ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ‘ ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।