ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসব

লোক নাট্যদল(বনানী) আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো হতে যাচ্ছে ছয় দিনব্যাপি ‘ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসব ২০১৪’।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 10:26 AM
Updated : 17 Sept 2014, 10:26 AM

‘শেকড় খুঁজি প্রাণের মেলায়’-এ স্লোগান নিয়ে ২৫ - ৩০শে সেপ্টেম্বর চলবে এ উৎসব। ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন বিভাস চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোক নাট্যদল (বনানী)- এর সভাপতি অভিজিৎ চৌধুরী।

উৎসবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদল(বনানী)- এর ১৫তম প্রযোজনা পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’-এর ১৫০তম মঞ্চায়ন হবে।

নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে গ্লিটজকে জানিয়েছেন দলের মুখপাত্র মোহাম্মদ মুজাক্কির আলম রাফান।

রাফান গ্লিটজকে বলেন, “আধুনিকতার নামে পশ্চিমা সংস্কৃতি চর্চায় বিলীন হতে চলেছে প্রাচীন বাংলার লোকজ ঐতিহ্য। এ থেকে উত্তরণের পথ বের করতে না পারলে হারিয়ে যাবে লোকজ সংস্কৃতির প্রাণ। এ উৎসবের মাধ্যমে আমরা বৃহত্তর ময়মনসিংহের লোকজ সংস্কৃতির কথা তুলে ধরতে চাই।”

২৫শে সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর থিয়েটার ‘দস্যু কেনারামের পালা’, ২৬শে সেপ্টেম্বর লোক নাট্যদল ‘সোনাই মাধব’, ২৭শে সেপ্টেম্বর কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় ‘চন্দ্রাবতী’, ২৮শে সেপ্টেম্বর নাট্যধারা ‘আয়না বিবির পালা’, ২৯শে সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ‘মহুয়া’ এবং ৩০শে সেপ্টেম্বর নাট্যতীর্থ ‘কমলা সুন্দরী’ মঞ্চায়ন করবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকগুলো মঞ্চায়িত হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে উৎসব প্রাঙ্গনে মুক্তমঞ্চে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংগীত শিল্পীদের পরিবেশনা থাকছে।

লোক নাট্যদলের প্রযোজনা ‘সোনাই মাধব’-এর নির্দেশনা দিয়েছেন ইউজিন গোমেজ। ১৯৯৩ সালে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশের বাইরে ভারত, হংকং, থাইল্যান্ড, তুরস্ক, ফ্রান্স, ইতালি, লন্ডনেও মঞ্চস্থ হয়েছে নাটকটি। লোক নাট্যদল(বনানী)-এর প্রযোজনার সংখ্যা ২৬। এগুলোর মধ্যে রয়েছে ‘কঞ্জুস’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘পদ্মানদীর মাঝি’, ‘অতঃপর হরেন মন্ডল’ , ‘তুষাগ্নি’, ‘মানুষ’, ‘বিধি ও ব্যতিক্রম’, ‘মাঝরাতের মানুষেরা’ ইত্যাদি।