ঢাকায় আকরাম খান

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ নৃত্যশিল্পী আকরাম খান ঢাকায় এসেছেন সম্প্রতি। তার নির্দেশনায় পরিবেশিত হবে নৃত্যনাট্য ‘দেশ’।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 10:55 AM
Updated : 14 Sept 2014, 02:48 PM

‘দেশ’ নৃত্যনাট্যে একের পর এক রচিত হবে ভূমির গল্প, জাতির গল্প, প্রতিরোধের গল্প।

ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নৃত্যনাট্যটি প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়নে ১৮ই ও ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়।

বেঙ্গল ফাউন্ডেশনের উধ্বর্তন ব্যাবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী জানান, নৃত্যনাট্যের পাশাপাশি উন্মুক্ত প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন থাকছে।

বর্তমান বিশ্বের আলোকে সামষ্টিক অতীত ও ব্যক্তিক বর্তমানের প্রেক্ষাপটে আধুনিক মানুষের অস্তিত্বের সংকটকে নিজের কাজে বারবার ফুটিয়ে তুলেছেন আকরাম খান।

কত্থক ও সমকালীন ধারার নৃত্যচর্চাকারী আকরাম খানের জন্ম যুক্তরাজ্যে। অস্ট্রেলিয়ান পপ তারকা কাইলি মিনোগের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত সামার অলিম্পিকসের উদ্বাধনী অনুষ্ঠানে তার পরিবেশনা প্রশংসিত হয়।