অস্কার দৌড়ে 'জাতিস্মর'

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জেতার পর এবার অস্কারে দৌড়ে অংশ নিতে যাচ্ছে প্রসেনজিৎ অভিনীত সিনেমা ‘জাতিস্মর’। অস্কার আসরে সেরা বিদেশী চলচ্চিত্রের ক্যাটাগরিতে মনোনয়ন পেতে আরও আটটি ভারতীয় সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2014, 10:38 AM
Updated : 26 August 2014, 10:38 AM

পর্তুগীজ অ্যান্টনি ফিরিঙ্গি বাংলায় এসে বাঙালির সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে, হয়ে ওঠে গায়েন। তার বাঙালি হয়ে জন্ম নেওয়ার গল্প নিয়ে ‘জাতিস্মর’ নির্মাণ করেছেন ‘বাইশে শ্রাবণ’ খ্যাত সৃজিত মুখার্জি। সেরা মেকআপ, সেরা সঙ্গীত, সেরা গায়ক এবং সেরা পোশাক-এই চারটি বিভাগে চলতি বছর ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত চ্যাটার্জি। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখার্জি। সিনেমায় সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন।

২৫ অগাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রথম খবরটি জানান নির্মাতা সৃজিত। তিনি লেখেন, “ভারতীয় সিনেমা হিসেবে অস্কার মনোনয়নের জন্য প্রতিযোগিতা করবে ‘জাতিস্মর’। সিনেমাটির কলাকুশলীদের সবাইকে জানাই অভিনন্দন!”

তবে আর কোন ভারতীয় সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে ‘জাতিস্মর’কে তা এখনও জানা যায়নি।