‘খুবসুরাত’ এ দস্যি সোনাম

ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এক রাজপরিবার। রাজসিক আভিজাত্য বজায় রাখতে যেখানে পান থেকে চুন খসারও অবসর দেন না কর্ত্রী নির্মলা দেবী রাথোড়। সেই বাড়িতে পা পড়লো দস্যি মেয়ে মিলি চক্রবর্তীর। এখান থেকেই শুরু হয় ডিজনির নতুন হিন্দি সিনেমা ‘খুবসুরাত’-এর কাহিনি।  

সেঁজুতি শোণিমা নদীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 11:20 AM
Updated : 21 July 2014, 11:20 AM

ঋষিকেশ মুখার্জি পরিচালিত আশির দশকের সিনেমা ‘খুবসুরাত’ - এ অভিনয় রেখাকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ৩ দশকেরও বেশি সময় পর নির্মিত রিমেইকে রেখার জুতোয় পা গলিয়েছেন সোনাম কাপুর। কাজটা সহজ নয় মোটেই। তবে ট্রেইলার দেখে মনে হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি অনিল কাপুরের কন্যা।    

সিনেমায় সোনামের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। রাথোড় পরিবারের রাজপুত্র ভিক্রামের চরিত্রে দেখা যাবে তাকে। হিন্দি সিনেমায় এই প্রথম অভিনয় করেছেন ফাওয়াদ।

সোনাম এবং ফাওয়াদের পাশাপাশি সিনেমাটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন রত্না পাঠাক শাহ এবং কিরান খের। রাজপরিবারের কর্ত্রী নির্মলা দেভি রাথোড়ের ভূমিকায় অভিনয় করেছেন রত্না পাঠক শাহ। অন্যদিকে মিলি চক্রবর্তীর পাঞ্জাবী মা মঞ্জুর ভুমিকায় দেখা গেছে কিরান খেরকে।

সোনাম কাপুরের বোন রিয়া কাপুর প্রযোজিত ও শশাঙ্ক ঘোষ পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর।