আসছে মিনারের তৃতীয় অ্যালবাম

ঈদেই আসছে মিনার রহমানের তৃতীয় অ্যালবাম। নাম ঠিক না হওয়া অ্যালবামটি আগের দুটির চেয়ে আলাদা হবে জানালেন এই শিল্পী।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2014, 08:44 AM
Updated : 25 June 2014, 09:42 AM

মিনার জানান, এবারের গানগুলো লাইভ শোতে গাওয়ার উপযোগী করে তৈরি করা হচ্ছে। বেশিরভাগ ইন্সট্রুমেন্টের লাইভ টেক নেওয়া হয়েছে। স্যাক্সোফোনও ব্যবহার করা হবে। আরও বাজিয়েছেন কলকাতাভিত্তিক গিটারিস্ট সঞ্জীব।

মিনার বলেন, “আমি দু-তিন বছর পরপর অ্যালবাম বের করি। একই রকম গান গাওয়ার কোনো মানে হয় না।”

এবারের অ্যালবামে থাকছে ১০টি গান। সবকটি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন মিনার। সংগীতায়োজন করেছেন বাদল। দুটি গানে থাকছে তাহসান খানের কণ্ঠ। ‘লিলুয়া বাতাসে’ গানটির রিমেইকও থাকছে অ্যালবামটিতে।

অ্যালবাম প্রকাশে বিরতি দিলেও নিয়মিত নাটক, টেলিফিল্মের কাজ করেন মিনার। শিহাব শাহীনের টেলিফিল্ম ‘নীল পরী নীলাঞ্জনা’, শাফায়েত মনসুর রানার নাটক ‘বিভীষণ’, রোদোয়ান রনির ধারাবাহিক ‘এফএনএফ’-এ কাজ করেছেন তিনি।

এবারের অ্যালবামে থাকা ‘অপেক্ষা’ গানটি ‘নীল পরী নীলাঞ্জনা’ নামের টেলিফিল্মের জন্য তৈরি করা হয়। গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে।

মিনার ২০০৮ সালে ‘ডানপিটে’ এবং ২০১১ সালে ‘আড়ি’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেন জি-সিরিজের লেবেলে। অ্যালবাম দুটির সবকটি গান নিজের লেখা এবং সুর করা। অ্যালবাম ‍দুটি সংগীতায়োজন করেন তাহসান খান।

ডানপিটে অ্যালবামের ‘সাদা’ গানটিই শিল্পী হিসেবে তার পরিচিত গড়ে দিতে সহায়তা করেছে বলে মনে করেন এই নবীন শিল্পী।