শিল্পকলায় 'স্বপ্নপথিক'

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে অক্সফ্যাম আয়োজিত ‘রানা প্লাজা স্মরণ ও শহুরে দুর্যোগ নিয়ে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আয়োজনে মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘স্বপ্নপথিক’।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 01:04 PM
Updated : 23 April 2014, 01:59 PM

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির বিভিন্ন চরিত্র নিয়ে ‘স্বপ্নপথিক’ নাটকটি রচনা করেছেন হারুনুর রশীদ। নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এর মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় রয়েছেন রামিজ রাজ।

এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, আবু হাসিম, ঊর্মি, লাভলী, রুবলী চৌধুরী।

দলের অন্যতম সিনিয়র সদস্য শাহ আলম দুলাল গ্লিটজকে বলেন, “সাভার ট্র্যাজেডির পর এক বছর পার হচ্ছে। এ নাটকের মাধ্যমে আমরা সাভারে নিহত ব্যক্তিদের পাশাপাশি সে দুর্যোগে সহায়তাকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে শ্রদ্ধা নিবেদন করব। এ নাটকে মুনাফালোভী ব্যবসায়ী, দুর্নীতিপ্রবণ কর্মকর্তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।”

২০১৩ সালের ২৮ নভেম্বর প্রথমবারের মতো নাটকটি মঞ্চস্থ হয়। এরপর প্রতি মাসেই একবার করে মঞ্চস্থ হয়েছে নাটকটি।

শহীদ মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটক মঞ্চায়নের মাধ্যমে ১৯৭২ সালে যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। এরপর তিনি এ দলের হয়ে মঞ্চে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘অববাহিকা’, ‘আগুনমুখা’, ‘পাথর’-সহ বেশকটি নাটক নির্দেশনা দেন। ‘মে দিবস’, ‘কদম আলীর মে দিবস’, ‘ক্ষুদিরামের দেশ’-সহ বেশকটি পথনাটকেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

আরণ্যক নাট্যদল খুব শীঘ্রই ‘বঙ্গভঙ্গ’ নামের রাজনৈতিক ঘরানার একটি নতুন নাটক মঞ্চে আনছে। এর নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির।