স্পিলবার্গের সঙ্গে হ্যাঙ্কস

সত্যি ঘটনা অবলম্বনে নির্মিতব্য এক থ্রিলার সিনেমায় একসঙ্গে কাজ করবেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং অভিনেতা টম হ্যাঙ্কস।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 12:38 PM
Updated : 23 April 2014, 12:38 PM

কন্টাক্টমিউজিক জানায়, চতুর্থবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই নির্মাতা-অভিনেতা জুটি। আর তাদের এবারের সিনেমাটি হবে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের উপর ভিত্তি করে।

হলিউড রিপোর্টার জানায়, নাম ঠিক না হওয়া এই সিনেমার চিত্রনাট্য লিখবেন ম্যাট চারম্যান এবং প্রযোজনা করবেন মার্ক প্ল্যাট।

এর কাহিনি গড়ে উঠবে সিআইএ এজেন্ট এবং অ্যাটর্নি জেমস ডানোভানকে ঘিরে। দ্য র‌্যাপ পত্রিকার খবর অনুযায়ী, ডানোভানের ভূমিকায় অভিনয় করবেন হ্যাঙ্কস।

পরিচালক এবং অভিনেতা দুজনকেই এই সিনেমায় কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। যদি উভয়পক্ষ রাজি হন, তবে এটি হবে একসঙ্গে তাদের চতুর্থ সিনেমা। এর আগে তারা কাজ করেছেন ‘সেইভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ এবং ‘দ্য টার্মিনাল’-এ।

শুধু অভিনেতা হিসেবেই নয়, পরিচালক হিসেবেও স্পিলবার্গের সঙ্গে কাজ করেছেন হ্যাঙ্কস। এইচবিও মিনিসিরিজ ‘ব্যান্ড অফ ব্রাদার্স’ এবং ‘দ্য প্যাসিফিক’ যৌথভাবে পরিচালনা করেছিলেন তারা।

পেশাগত জীবনের বাইরেও বেশ ভালো বন্ধু স্পিলবার্গ এবং হ্যাঙ্কস, সপরিবারে প্রায়ই বেড়াতে যান তারা।

বর্তমানে ড্রামা ফিল্ম ‘এ হলোগ্রাম ফর দ্য কিং’-এর শুটিং করছেন হ্যাঙ্কস, যা মুক্তি পাবে ২০১৫ সালে।