তানভীর মোকাম্মেল রেট্রোস্পেক্টিভ

তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র নিয়ে ১৮ এপ্রিল থেকে পাঁচদিনব্যাপী রেট্রোস্পেক্টিভ শুরু হচ্ছে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 09:56 AM
Updated : 17 April 2014, 09:56 AM

প্রদর্শিত হবে সিনেমা ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘জীবনঢুলী’ ও প্রামাণ্যচিত্র ‘১৯৭১’।

আয়োজনটির যৌথ উদ্যোক্তা বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও খুলনার প্যারালাল সিনে মুভমেন্ট।

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের সচিব সানু মানিক এসব তথ্য জানান গ্লিটজকে।

তিনি বলেন, “খুলনায় একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের আয়োজন করা হয়েছে। মূলত ওই কোর্সের সদস্যদের জন্য কোর্সের অর্ন্তভুক্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে। তবে চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্যই উন্মুক্ত।”

তিনি আরও জানান, পাঁচদিনব্যাপী কোর্সটিতে তানভীর মোকাম্মেলের সঙ্গে ক্লাস নেবেন চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, শিল্পনির্দেশক উত্তম গুহ ও সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজু।