আর্মি স্টেডিয়ামে ‘আবহমান বৈশাখ’

বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ‘আবহমান বৈশাখ’ কনসার্টে একমঞ্চে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, মমতাজ, রবি চৌধুরী, নকুল কুমার বিশ্বাস, মিমি এবং সুলতানা কবীর মিতালী।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:23 AM
Updated : 16 April 2014, 11:23 AM

তাদের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম, আনিকা কবির শখ ও সোহেল রহমান।

‘আবহমান বৈশাখ’ কনসার্টের আয়োজন করছে সেনাবাহিনী সদর দপ্তর লজিস্টিকস এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট ও এটিএন বাংলা।

অনুষ্ঠানের পরিচালক ও এটিএন বাংলার প্রোগ্রাম ম্যানেজার মুকাদ্দেম বাবু গ্লিটজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে এ প্রোগ্রাম। সন্ধ্যা ৭টা থেকে এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।

পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবেন খন্দকার ইসমাইল এবং লোপা হোসাইন।

বাবু জানান, এবারই প্রথম সেনাবাহিনীর সঙ্গে কোনো সাংস্কৃতিক আয়োজনের সহযোগী হল এটিএন বাংলা।

তবে এ কনসার্টে  শুধুমাত্র ঢাকা ও ঢাকার আশপাশের সেনানিবাসের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রবেশাধিকার রয়েছে।